বাংলাভয়েস.নিউজ
পর্যটন ডেস্ক :: কাশ্মীরকে ‘কাশ্মীর উপত্যকা’ নামে অভিহিত করা হয়েছে।বর্তমান ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য (যেটি জম্মু, কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত), পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর কাশ্মীরের অন্তর্ভুক্ত।
কাশ্মীর মূলত অল ওয়েদার ট্যুরিস্ট এরিয়া। পর্যটনের ভাষায় মৌসুমগুলোকে বলা হয়, গ্রিনভ্যালি, ফ্রুট ভ্যালি, আর ফ্লাওয়ার ভ্যালি। চার মৌসুমে কাশ্মীরের চার রূপ।
গরম কাপড়, গ্লাভস, বুট অবশ্যই সাথে নিতে হবে।
কাশ্মীরের পর্যটন স্পট
শ্রীনগর : শ্রীনগর শহরের ভিতর ডাল লেক, নাগিন লেক, বোটানিক্যাল গার্ডেন, ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, নিশাত বাগ, শালিমার বাগ, চাশমেশাহী বাগ, পারিমহল, হযরত বাল দরগাহ অনিন্দ্য সুন্দর জায়গা।
৬-৮ জন অটোরিক্সা ভাড়া নিলে নিবে ৮০০ রুপি। ডাল লেকে শিকারা বা ছোট নৌকায় বেড়ালে ভাড়া নেয় ঘণ্টা প্রতি ৪০০ রুপি।
পাহেলগাম : শ্রীনগর থেকে ৯৭ কিমি দূরে পাহেলগাম ২৫০০ রুপি ট্যাক্সি ভাড়ায় যেতে হবে। এখানে অনেকগুলো স্পট রয়েছে, তাদের মধ্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চান্দেনওয়ারি, লিদারওয়াত রিভার, মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, সান টেম্পল বিখ্যাত সব জায়গা আছে।
গুলমার্গ : বরফ দেখার জন্য যাবেন গুলমার্গ। দুই ধাপের কেবল কার বা রোপওয়ে আছে। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে একধাপ উঠলেই বরফ দেখা যায়, যায় ভাড়া ৭৫০ রুপি করে। আর বাকি সময়ে গেলে দ্বিতীয় ধাপে উঠলে বরফ মেলে যার ভাড়া আরও ৯০০ রুপি করে।আর স্নো স্কেটিং ৭০০ থেকে ১০০০ রুপি পড়বে।
আপনার কাশ্মীর ভ্রমণকে আপনি সুবিধামতো সাজাতে পারেন। যেমন:-আপনি জম্মু পৌঁছে সরাসরি শ্রীনগর না গিয়ে জ্ম্মু থেকে গাড়ীতে করে পাটনিটপ রাত থেকে পরের দিন সকালে সরাসরি পেহেলগাম চলে যেতে পারেন।
পেহেলগামে ১ম দিন দেখতে পারেন-মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, কাশ্মীর ভ্যালী ভিউ পয়েন্ট, পেহেলগাম ভিউপয়েন্ট, ধাবিয়ান, কানিমার্গ, ওয়াটারফল।
পরের দিন সোনমার্গ, পরের দিন শ্রীনগর শহর এর মধ্যে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, শংকরাচার্য হিল, নাগিন লেক, নিশাত বাগ, বোটানিক্যাল গার্ডেন, শালিমার বাগ, চাশমেশাহী বাগ, পারিমহল, হযরত বাল দরগাহ।
এয়ারে কাশ্মীর যেতে হলে ঢাকা থেকে আন্তর্জাতিক বিমানে প্রথম যেতে হবে দিল্লি ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে শ্রীনগর। এছাড়া বাস কিংবা ট্রেনে করে কাশ্মীর যেতে পারেন।
বি.ভ/ এল.এম.এন