বাংলাভয়েস.নিউজ
করোনাভাইরাস প্রাদুর্ভাবে ঘরে বাহিরে সব জায়গায় ব্লিচিং পাউডারের সাথে পানি মিশিয়ে হাত জীবানুমুক্ত করার ব্যবস্থা রাখতে দেখা যায়। যদিও ব্লিচিং পাউডারের উৎকট গন্ধ অনেকের সহ্য হয়না।
এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সোপিওয়াটার নিয়ে এসেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। যেখানে ব্লিচিং পাউডারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ডিটারজেন্ট পাউডার। আর এ হ্যান্ড ওয়াশ তৈরি পদ্ধতি একেবারে সুলভ মূল্যে করা যায়।
মাত্র ১ টাকায় ৮০ বার হাত জীবাণুমুক্ত করা সম্ভব এই পদ্ধতিতে। পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘সোপিওয়াটার’। খুব কঠিন কিছু নয়, আপনি ঘরে বসেই এটি বানাতে পারবেন, প্রয়োজন হবে ডিটারজেন্ট এবং পানি।
সোপিওয়াটার বানাতে হলে দেড়লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট ঢেলে ঝাকিয়ে নিতে হবে। হিসেব অনুযায়ী, চার চা চামচ ডিটারজেন্টের দাম ৪ টাকা। প্রতিবার হাত ধুতে দরকার পড়বে ৩০ মিলিলিটার সোপিওয়াটার। অর্থাৎ, দেড়লিটার দিয়ে হাত ধোয়া সম্ভব ৪০০ বারেরও বেশি।
আইসিডিডিআরবির সহকারি বিজ্ঞানী ডা. নূহু আমিন বলেন, করোনাভাইরাস তাড়ানোর জন্য এটি খুবই কার্যকর। কারণ এতে ক্ষার থাকে সাবানের চেয়েও বেশি। তাছাড়া এটি অনেক সাশ্রয়ী। করোনাভাইরাস প্রতিরোধে বেশি বেশি হাত ধোয়ার কথা বলা হলেও অনেক মানুষের পক্ষে ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করা সম্ভব নয়। তাই এই পদ্ধতিটি অনেক ভালো এবং সময়োপযোগী।
বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত এই পদ্ধতির স্বীকৃতি মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও।
আরো পড়ুন- ইয়েমেনে রক্ত থামাতে সৌদির একটি সুযোগ ‘করোনাভাইরাস’
বি.ভ/এন.এম