চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৭১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১২ জন; এর মধ্যে ৮৭ জন নগরের ও ২৫ জন বিভিন্ন উপজেলার।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৭ জন, সিভাসুতে ০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন, শেভরণ ল্যাবে ২০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় কারো করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৭১ টি। এর মধ্যে ২০৪ টি বিআইটিআইডিতে, ৩৮ টি সিভাসুতে, ১৯৩ টি চমেকে, ৯৪ টি চবিতে, ১৫৯ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৭৪ টি শেভরণ ল্যাবে এবং এবং কক্সবাজার ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা।
এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ২১৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯৫০ জন নগরের ও ৪ হাজার ২৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩০ জন; এর মধ্যে ১৬২ জন নগরের ও ৬৮ জন উপজেলার বাসিন্দা।