বাংলাভয়েস.নিউজ
আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইলের অভ্যন্তরে ঢুকে সেদেশের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। হামলায় দুই ইসরাইলি সৈন্য মারা গিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যেমগুলো।
সোমবার হার ডোব এলাকায় লেবানন-ইসরাইল সীমান্তে এ হামলার ঘটনা ঘটে।
তবে সেনাবাহিনীর বরাত দিয়ে হারেৎস জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ বাহিনীকে ইসরাইলের ভেতরে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী।
ইসরাইলি এন১২ টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে এবং ওই এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এতে বলা হয়েছে, সামরিক বাহিনী লেবানিস হিজবুল্লাহর আক্রমণ ব্যর্থ করে দিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হার্মন পর্বতের কাছে তিনি ধোয়ার কুণ্ডলি দেখতে পেয়েছেন। সেইসাথে দুইজন সৈন্যর নিথর দেহ পড়ে থাকতে দেখেছেন।
রয়টার্স জানিয়েছে, সোমবার বিরোধীয় শেবা ফার্মস সীমান্ত এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে হিজবুল্লাহ। এদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেখানকার বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আদেশ দিয়েছে।
পাশাপাশি খোলা জায়গায় যে কোনো ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করেছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। সূত্র- টাইমস অব ইসরাইল
বি.ভ/এন.এম