বাংলাভয়েস.নিউজ
প্রযু্ক্তি ডেস্ক :: মেসেঞ্জারে বিপদজনক মেসেজ দিয়ে অজস্র আইডি হ্যাক করছে একদল হ্যাকার। ফেসবুকে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে জেনে কিংবা না বুঝে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য মেসেঞ্জারে একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার ফলে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একদল চক্র।
তথ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, এ ধরনের স্প্যাম্প লিংক শেয়ার করার কোন প্রয়োজন নেই। I am send you a surprise message.Open this এমন স্প্যাম্প লিংক দেখলে তাতে যেন ক্লিক করা না হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একদল চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
এই স্প্যাম্প লিংক এ ক্লিক না করে গুগল ব্রাউজার থেকে আলাদা ট্যাবে এটি সার্চ দিয়ে ইউআরএল বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে সেটি বেশ চিন্তার বিষয়। এভাবে সার্চ দেওয়াও কিন্তু নিরাপদ নয়। দেখা গেছে এর ব্যাকগ্রাউন্ডে ম্যালিসিয়াস বা ক্ষতিকর ফাইল দিয়ে ভরা। এগুলো এমন কিছু ফাইল যা মোবাইল বা কম্পিউটারের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে।
অবশেষে পাওয়া গেল ভারতের চন্দ্রযান বিক্রমের ধ্বংসাবশেষ
বি.ভ/এন.এম