বাংলাভয়েস.নিউজ
বউয়ের দোষের শাস্তি হিসেবে আলেক্সান্দার কাতাইকে চাকরি হারাতে হল! বর্ণবাদের শিকার জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শান্তিকামী মানুষ চাইছেন, অন্তত এবার বর্ণবৈষম্যের কালো থাবা পৃথিবী থেকে সরে যাক এই আন্দোলনের মাধ্যমে।
এলএ গ্যালাক্সির সাবেক খেলোয়াড় আলেক্সান্দার কাতাইয়ের দুর্ভাগ্য, তাঁর স্ত্রী টি কাতাই এই শান্তিকামী মানুষের মধ্যে পড়েন না। দেশ জুড়ে বিক্ষোভ ও দাঙ্গা দেখে টি কাতাই তাঁর ইন্সটাগ্রামে বর্ণবাদী সব পোস্ট করেছেন। সার্বিয়ান মিডফিল্ডারের স্ত্রী সার্বিয়ান ভাষায় কিছু ছবি দিয়ে লিখেছেন, ‘এই প্রতিবাদকারীদের খুন করা উচিত।’ আরেকটি ছবিতে কৃষ্ণাঙ্গদের ‘জঘন্য গবাদি পশু’ বলেছেন। আরেকটি পোস্টে বর্ণবাদী মিম (ছবি দিয়ে রসিকতা) দিয়েছেন টি কাতাই। গত বুধবার এই কাণ্ড ঘটিয়েছেন টি।
এমন জাতিবিদ্বেষী আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরদিনই এল গ্যালাক্সির সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে এসে ক্লাব থেকে কাতাইকে বাদ দেওয়ার আবেদন করেছেন।
কাতাই জানিয়েছিলেন তাঁর স্ত্রীর পোস্ট গ্রহণযোগ্য নয়, এবং ইনস্টাগ্রামে সেদিনই লিখেছেন, ‘আমি এমন মানসিকতার নই এবং আমার পরিবারেও এসব সহ্য করা হয় না। আমার পরিবার একটা ভুল করেছে এবং আমি এর পূর্ণ দায়ভার নিচ্ছি।’ ২৯ বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডারের এমন ক্ষমা প্রার্থনাও কাজে দেয়নি। গতকাল এলএ গ্যালাক্সি জানিয়েছে, খেলোয়াড় ও ক্লাব দুই পক্ষ যৌথভাবে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বি.ভ/এন.এম