বাংলাভয়েস.নিউজ
কক্সবাজার :: করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নাম ছোটন দেব (২৯)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পুলিশ কনস্টেবল।
তিনি কক্সবাজার ডিএসবিতে কর্মরত ছিলেন। ছোটন দেব চট্টগ্রামের চন্দনাইশ ধামদর হাটের বাতাজুড়ি গ্রামের সাধন দেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিল ছোটন।
পুলিশ সুপার আরও বলেন, মৃত্যুবরণকারী ছোটন দে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি।
কক্সবাজার জেলার প্রতিটি পুলিশ সদস্যের পক্ষ থেকে আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জেলা পুলিশের তথ্যমতে এ পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ১৩৪জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
বি.ভ/এন.এম