বাংলাভয়েস.নিউজ
বাগেরহাটের শরণখোলায় দরিদ্র কার্ডধারীদের বরাদ্দ পাওয়া ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল মুদি দোকান থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানি রফিকুল ইসলাম ওরফে লিটন মুন্সিকে (৩৫) আটক করা হয়।
তবে খাদ্য বিভাগের ইউনিয়ন ডিলার হাওলাদার তরিকুল ইসলাম তারেক পালিয়ে গেছেন।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ি বাজারে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।
আটক মুদি দোকানি রফিকুল ইসলাম উদ্ধার হওয়া চাল খাদ্য বিভাগের ডিলার হাওলাদার তরিকুল ইসলাম তারেকের বলে দাবি করেছেন।
রফিকুল ইসলাম উপজেলার রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে।
হাওলাদার তরিকুল ইসলাম তারেক সাউথখালী ইউনিয়নের খাদ্য বিভাগের ডিলার। তিনি শরণখোলা উপজেলা সাইথখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দরিদ্রদের জন্য বরাদ্দ হওয়া চাল তাদের না দিয়ে গুদামে সরিয়ে রাখা হয়েছে- এই গোপন সংবাদের ভিত্তিতে তাফালবাড়ি বাজারের মুদি দোকানি মো. রফিকুল ইসলামের গুদামে অভিযান চালাই। সেখানে গিয়ে তার গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাইদ বলেন, ডিলার তরিকুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সূত্র-দেশ রূপান্তর
বি.ভ/এন.এম