বাংলাভয়েস.নিউজ
ঢাকা সিটি নির্বাচন-এ দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। ইশরাক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি জানান, দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।
মনোনয়ন পাওয়ার পর ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা দীর্ঘসময় ধরে অবিভক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন। ওনার কাছ থেকে শুনেছি, ঢাকা সিটিতে কী কী সমস্যা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা একটি মেট্রোপলিটন সরকার চাই। অথবা নগর সরকারের দাবি জানাতে চাই। কারণ, ঢাকা সিটি করপোরেশনের একজন মেয়রকে যে কর্তৃত্ব দেওয়া হয়, তা দিয়ে তার পক্ষে নাগরিক সমস্যা সমাধান করা, নগরের উন্নয়ন করা সম্ভব না।’
তিনি বলেছেন, ‘এমন একটা সময় আমরা নির্বাচনে অংশ নিয়েছি, যখন দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের দেশ নেত্রীকে একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছে। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ঢাকাকে একটি বাসযোগ্য রাজধানী হিসেবে তৈরি করব।’
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমি এ নির্বাচন কমিশনারের কাছ থেকে বেশি কিছু আশা করি না। এখনো অনেক সময় আছে আমি আশা করব- তাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তারা তা ঠিক মতো পালন করবে।’
‘বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে ভোটে অংশ নিচ্ছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে না’— ক্ষমতাসীন দলের এমন বক্তব্যে প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল কথা। যদি কেউ বলে থাকে যে আমরা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছি, এটি মোটেই ঠিক না।’
বি.ভ/এন.এম