বাংলাভয়েস.নিউজ
করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অনলাইনে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (৮ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. মামুন মুস্তাফি আমাদের জানিয়েছেন, স্যারের চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে। সেখানে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তার চিকিৎসার জন্য একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।’
তিনি আর বলেন, ‘স্যারের অবস্থা স্থিতিশীল রয়েছে। সকালে নিজেই নাস্তা করেছেন। শ্বাসকষ্ট পুরোপুরি না কমায় অক্সিজেন সাপোর্ট লাগছে।’
আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে ডা. জাফরুল্লাহর প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।
এরপর তিনবার তাঁকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তবে ফুসফুসের সংক্রমন না কমায় তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বি.ভ/এন.এম