চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৫ জন; এর মধ্যে ৬৯ জন নগরের ও ১৬ জন বিভিন্ন উপজেলার।
আজ রোববার (১৯ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় দুইজন মারা গেছেন; সুস্থ হয়েছেন ২৭ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২২ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ০০ জন, শেভরণ ল্যাবে ৩৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৮০ টি। এর মধ্যে ৯৮ টি বিআইটিআইডিতে, ৮৪ টি সিভাসুতে, ৬১ টি চমেকে, ৪৪ টি চবিতে, ০০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব,৩৪ টি শেভরণ ল্যাবে এবং ০০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৭৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৮৯২ জন নগরের ও ৩ হাজার ৮৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।