বাংলাভয়েস.নিউজ
নিউজ ডেস্ক :: বর্ণিল আলোকসজ্জার আয়োজনে সেজেছে চট্টগ্রাম আগ্রাবাদের জাম্বুরি পার্ক।
দৃষ্টিনন্দন এই পার্কটি তৈরি করেছে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়।
৮ দশমিক ৫৫ একর জমির ওপর সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পার্কটি বাস্তবায়ন করা হয়েছে।
মাঠজুড়ে সাড়ে পাঁচশ লাইটের পাশাপাশি নজরকাড়া দুইটি বর্ণিল ফোয়ারা রয়েছে এ পার্কে।
আড়াই হাজার ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীরে ঘেরা ৮ হাজার রানিং ফুটের ওয়াকওয়েতে প্রশান্তি আনবে দর্শণার্থীদের।
কৃত্রিম হ্রদের কিনারে বসার জন্য তিনটি দুই ধাপের গ্যালারি।
জানা গেছে, পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনসহ প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার কৌতূহলী মানুষ বেড়াতে আসছেন জাম্বুরি পার্কে।
এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শারীর চর্চার জন্য প্রশস্ত ও দীর্ঘ জগিং ট্র্যাক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানসিক প্রশান্তির জন্য উন্মুক্ত উদ্যান।
মাঠজুড়ে লাগানো হয়েছে ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা।
এর মধ্যে আছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ।
বর্ণিল আলোকসজ্জা পার্কটি সন্ধ্যার পর রঙিন আলোয় ঝলমলে করে এই মাঠ। পার্কটি চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নেবে এমনটি প্রত্যাশা
বি.ভ/ এন.এম