বাংলাভয়েস.নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন; এর মধ্যে ৮৮ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি; সুস্থ হয়েছেন ৬৮ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরণ ল্যাবে ২১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০০৮ টি। এর মধ্যে ৩৯৯ টি বিআইটিআইডিতে, ১৫১ টি সিভাসুতে, ১৫২ টি চমেকে, ১৫২ টি চবিতে, ৭৮ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৬৪ টি শেভরণ ল্যাবে এবং ১২ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৯৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৮৫৫ জন নগরের ও ৪ হাজার ২৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ১১২ জন করোনা রোগী।
এছাড়া চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২২৯ জন।
বি.ভ/এন.এম