বাংলাভয়েস.নিউজ
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছেন আদালত।
তবে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিন্দুমাত্র বিচলিত নন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, রাজনীতি করব আর মামলা হবে না, জেল হবে না- এটা হয় নাকি বাংলাদেশে! এই মামলাটিই করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য।
মামলার সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম বিএনপির এই মেয়রপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়েকে সারিকা সাদিককে সম্পদ বিবরণী দাখিলে নোটিশ দেয় দুদক। নির্দিষ্ট সময়ে এই বিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের আগস্টে তাদের বিরুদ্ধে রমনা থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
২০১৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ইশরাকের হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন।
বুধবার রাতে বাংলামোটরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ওয়ান-ইলেভেনের সময় তো সব দলের নেতা এবং তাদের পরিবারের সদস্যদের নামে মামলা হয়েছে। এই সরকার আসার পর তাদের এবং তাদের পরিবারের মামলাগুলো গায়েব করে দিয়েছে। আর আমরা যারা বিএনপি করি, তাদের মামলাগুলো সক্রিয় রেখেছে।
আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘মামলা তো হয়েছেই রাজনৈতিক অভিসন্ধি থেকে। ২০০৮ সালে আমাকে একটা নোটিশ দিয়েছিল। তখন আমি পড়ালেখার জন্য দেশের বাইরে ছিলাম। সেই মামলা আজকে এসে নাড়াচাড়া করছে। আমি বলব, এসব করে কোনো লাভ নেই। আমি বিন্দুমাত্র বিচলিত নই।’
তিনি আরও বলেন, ‘মামলা তো নতুন নয়। হলফনামায় আমি লিখে দিয়েছি এই মামলা আছে। সরকার দলীয় নেতাদের নামে দুদকের বহু মামলা ছিল। এটা লুকানোর কিছু নেই। আজকে সাধারণ হাজিরা ছিল। এটাকে বড় করে দেখার কিছু নেই।’
বি.ভ/এন.এম